দুর থেকে দেখলে আপনার মনে হবে শিবের জটার অর্ধচন্দ্র। আরো মনে হবে কারন সাথে রয়েছে মহাদেবের ডমরুও। বেলপাতা, ত্রিশূল কিছুই বাদ নেই। এতো শুনে কি ভাবছেন কোন শিব মন্দিরের কথা বলছি ? না একে বারে না,আপনি ভুল ভাবছেন। আমরা বলছি ক্রিকেট স্টেডিয়ামের কথা
ভাবলেন ঠিক শুনছেন কিনা, হ্যাঁ আপনি ঠিক শুনেছেন শিবের জটার অর্ধচন্দ্র, ডমরু,বেলপাতা, ত্রিশূল এই সবকিছুই এবার দেখা যাবে বারানসীর এই ক্রিকেট স্টেডিয়ামে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে, বারানসীতে তৈরি হতে চলে সেই স্টেডিয়ামের ছবি। যা দূর থেকে দেখলে মনে হবে, মহাদেবের মাথায় থাকা অর্ধচন্দ্রটিকে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে ওই স্টেডিয়ামের আকৃতিই ওমন। সেইসঙ্গে রয়েছে ত্রিশূল আকৃতির ফ্ল্যাডলাইট। প্রবেশদ্বারেও রয়েছে মহাদেবের চিহ্ন। সেগুলি দেখতে হুবহু বেলপাতার মতো। এখানেই শেষ নয়। কর্তৃপক্ষের দাবি এই স্টেডিয়ামের দর্শকাসনও হবে গঙ্গার ঘাটের মতো।