Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্যা নিরসনে কলকাতা অভিযানের প্রস্তুতি।


পূর্ব মেদিনীপুর জেলার বন্যা প্রতিরোধ ও জলনিকাশী সমস্যার স্থায়ী সমাধানে সমস্ত নিকাশী খালগুলি অবিলম্বে সংস্কারের দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি ১২ অক্টোবর কলকাতা অভিযানের ডাক দিয়েছে।

ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ সোয়াদিঘী খাল সংস্কার সমিতির আহ্বানে জঁফুলি দেশপ্রান হাইস্কুলে জঁফুলি ও সোয়াদিঘী খাল এলাকার কৃষক সহ ভুক্তভোগী জনসাধারনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গ্রামের শতাধিক বাসিন্দারা যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন অলক গাঁতাইত।

সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা প্রমুখ।

নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, গত ২০২১ সালে কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক জলমগ্ন হওয়ার পর সেচ ও প্রশাসনের পক্ষ থেকে সোয়াদিঘী খাল খননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি তৎকালীন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রও একই কথা জানিয়েছিলেন। কিন্তু এখনও কোন পদক্ষেপ না নেওয়ায় সরকারের ঘুম ভাঙাতে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ওইদিন রাজ্যপাল ও মূখ্যমন্ত্রী এবং সেচমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read