বিজেপিতে সারা রাজ্য জুড়ে আদি-নব্যের লড়াই চলছে গত কয়েক বছর ধরে।এবার সেই লড়াই প্রকাশ্যে এলো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে।আর রাজনীতি করবেন না শুক্রবার সমাজমাধ্যমে ঘোষণা করে দিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল।
শুক্রবার সন্ধ্যায় তিনি ফেসবুকে ‘ভাল থেকো রাজনীতি। আর নয়। দাও বিদায়’ লিখে পোস্ট করেছেন। এর পরেই জল্পনা তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জুড়ে।যদিও পূর্ব মেদিনীপুর জেলাকে সাংঠনিক ভাবে দুটো জেলায় ভাগ করে দিয়েছে বিজেপি।প্রলয় পাল বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি।
তৃনমূলের সাথে প্রায় আদি লগ্ন থেকে ছিলেন প্রলয় পাল।মতানৈক্যের কারনে তিনি বিজেপিতে চলে যান।তার অনেক পরে ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী।
সম্প্রতি শুভেন্দু অধিকারী ঘনিষ্ট হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল জেলা সভাপতি করার পর থেকেই ক্ষোভ তৈরি হয়েছিল জেলা বিজেপির আদি নেতাদের মধ্যে। তবে তার জেরে যে প্রলয় দল ও রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেবেন, তেমনটা কেউ আঁচ করতে পারেননি।
প্রলয় পাল জানিয়েছেন শনিবার সকাল ১০টার সময় তিনি জেলা সভাপতি তাপস মণ্ডলের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে আসবেন। কেন এমন সিদ্ধান্ত? প্রলয় বললেন,গত বিধানসভা নির্বাচনের সময়ে দলে অনেকে যোগ দিয়েছেন। তাঁদের জন্য পদ ছেড়ে দিতে হবে। তাই পুরনো হিসাবে সরে যাওয়া উচিত বলেই আমি মনে করছি। প্রসঙ্গত অনেক দিন রাজনীতিতে থাকলেও গত বিধানসভা নির্বাচনের মুখেই প্রচারের আলোয় চলে আসেন প্রলয় পাল।