দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি পুকুরের,ফলে সেখানে বাসা বেঁধেছে বিষধর সাপ থেকে অন্যান্য পোকামাকড়।আর এই সব প্রানী-পোকা মাকড় মাঝে মধ্যেই পার্শ্ববর্তী বাড়িতে-ক্লাব ঘরে চলে আসছে।এর জেরে এলাকায় ছড়িয়েছে আতংক।ঘটনাটা মেদিনীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের।
জানা গেছে এখানকার এক মসজিদের পেছনে এপিজে আব্দুল কালাম ক্লাবের পাশে একটি পুকুর দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে।পুকুরটির মালিক মারা যাওয়ার পর তার ছেলে বর্তমানে পুকুরের মালিক। এলাকাবাসীর অভিযোগ পুকুর মালিককে বারে বারে পুকুরটি সংস্কারের আবেদন করলেও মালিকপক্ষ জানায় তিনি সংস্কার করতে পারবেন না।এমনকি এর জন্যে কিছু যদি করার থাকে করে নিতে পারে এলাকাবাসীকে হুমকীও দিয়েছে বলে অভিযোগ।
এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন ইতিমধ্যেই শহরের আঠারটি পুকুরের মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কোতোয়ালি থানায়।শহরের কোন পুকুর যদি সংস্কারহীন অবস্থায় পুকুর মালিক ফেলে রাখেন তাহলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।পুকুর মালিক কে পুকুর পরিষ্কার করতেই হবে।