পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর দুই ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি ৬১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সমবায়ের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার শুভ সূচনা করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার স্থায়ী সভাপতি সৌমেন গিরি। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান অনুপ কুমার গিরি, জেলা পরিষদ সদস্যা রিজিয়া বিবি, উপপ্রধান উত্তম মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী পর্বের পর সমিতির বার্ষিক বিবরণী পাঠ করেন সম্পাদক অনুপ কুমার মাইতি। পাশাপাশি আয় ব্যয় তুলে ধরা হয়। আগামী দিনে সমিতির কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
Author: ekhansangbad
Post Views: ১৩৫