Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খোসলা ইলেকট্রনিকস শোরুমে লঞ্চ হলো অ্যাপল আই ফোন ১৫

যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিন বদলে যাচ্ছে বিভিন্ন ফোনের টেকনোলজি। বাজারে চলে এলো অ্যাপল এর নতুন আই ফোন ১৫। সম্প্রতি পার্ক সার্কাস সৈয়দ আমীর আলী এভিনিউ এর খোসলা ইলেকট্রনিকস শোরুমে উদ্বোধন হয়ে গেলো এই অ্যাপেল আই ফোন ১৫ এর। এর উদ্বোধন করেন খোসলার ম্যানেজিং ডিরেক্টর মনিষ খোসলা।



তিনি সাংবাদিক সম্মেলন জানালেন এই অ্যাপেল আই ফোন ১৫ এর দাম ৭৯৯০০ টাকা। ২৫ মাস ই এম আই দিয়ে যে কেউ আমাদের যে কোনো শোরুম থেকে এই ফোন কিনতে পারবেন
ক্রেতারা। সামনে শারদ উৎসব। এই উপলক্ষে আমরা বিশেষ ছাড়
দিচ্ছি। সেই সুযোগ পাবে আমাদের ক্রেতারা। এইদিন কিছু ক্রেতার হাতে অ্যাপেল আই ফোন ১৫ তুলে দিলেন খোসলার এম ডি মনিষ কোঠারি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read