অবশেষে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ জেলার আটটি নিকাশী খাল সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করলেন। গত ১৯ সেপ্টেম্বর এক টেন্ডার নোটিশের মাধ্যমে ওই কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যে আটটি খাল সংস্কার করা হবে এবং ঐজন্য বরাদ্দ টাকার পরিমান হল-১)দেশপ্রান ব্লকের অন্তর্গত মুন্ডাপাড়া ক্যানেলের নামালডিহা থেকে মুন্ডাপাড়া পর্যন্ত অংশ, এ জন্য বরাদ্দ করা হয়েছে ২২ লক্ষ ৯২ হাজার ৭৯৬ টাকা
২)নন্দীগ্রাম-১ ব্লকের আমগেছিয়া খালের কাঁটাবেড়িয়া থেকে ৭ম খন্ড জালপাই পর্যন্ত অংশ,এ জন্য বরাদ্দ করা হয়েছে ৪৪ লক্ষ ৯১ হাজার ৬৯২ টাকা
৩)পটাশপুর-২ ব্লকের সিংদা-প্রতাপদিঘী ক্যানেলের পটাশপুর হরিচরণ হাইস্কুল হইতে বামুনদা পর্যন্ত অংশ,এ জন্য বরাদ্দ করা হয়েছে ২৯ লক্ষ ৯৮ হাজার ৩৭৯ টাকা
৪) শহীদ মাতঙ্গিনী ব্লকের মির্জাপুর ক্যানেলের বুড়ারী থেকে গাজিন এম এস কে পর্যন্ত অংশ,এ জন্য বরাদ্দ করা হয়েছে ২৯ লক্ষ ৯৭ হাজার ৭৬৯ টাকা
৫) কোলাঘাট ব্লকের টোপা-ড্রেনেজ খালের যোগীদহ হইতে বরদাবাড় পর্যন্ত অংশ,এ জন্য বরাদ্দ করা হয়েছে ৭৪ লক্ষ ৮৯ হাজার ১১৮ টাকা
৬)নন্দকুমার ব্লকের হাঁসগেড়িয়া হইতে কন্যগুরুকুল পর্যন্ত অংশ,এ জন্য বরাদ্দ করা হয়েছে ৩৯ লক্ষ ৯৫ হাজার ৭০৩ টাকা
৭)মহিষাদল ব্লকের মধ্য দুনিয়া খালের গেঁওখালি থেকে থেকে বক্সীচক পর্যন্ত অংশ, এ জন্য বরাদ্দ করা হয়েছে ৯৫ লক্ষ ৯৮ হাজার ২৭০ টাকা
৮)হলদিয়া ব্লকের বরুত্তরহিংলি হইতে ঈশ্বরদহ জালপাই গঙ্গামোড় পর্যন্ত অংশ,এ জন্য বরাদ্দ করা হয়েছে ৫৯ লক্ষ ৮৪ হাজার ১২৩ টাকা।
সর্বসাকুল্যে ৪ কোটি ৪৭ হাজার ৮৫০ টাকা। ঠিকাদাররা অনলাইনে ২০ সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। টেন্ডার বা দরপত্র খোলা হবে ৬ অক্টোবর। কাজের সময়সীমা ওয়ার্ক অর্ডার দেওয়ার পর ১০০ দিন।
পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গত ২০২১ সালে কেলেঘাইয়ের নদীবাঁধের তালছিটকিনীতে ভেঙে যাওয়া ও জেলাজুড়ে অতিবর্ষনজনিত পরিস্থিতির প্রায় দু বছর পরে জেলা পরিষদ ৮ টি ব্লকের ছোট আটটি খাল সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এজন্য সাধুবাদ জানাই। এক্ষেত্রে সেচ দপ্তরের নক্সা বা ডিজাইন অনুযায়ী খালগুলি সংস্কার সহ বর্ষার পরই কাজ শুরু করতে হবে বলে নারায়নবাবু জেলা পরিষদের সভাধিপতিকে আবেদন জানিয়েছেন।
অন্যদিকে নারায়ন চন্দ্র নায়কের অভিযোগ, কেলেঘাই নদী সহ বড় নিকাশী খালগুলি সংস্কারের কোন কাজেই সেচ দপ্তর বা জেলা প্রশাসন কেউই এখনো হাত দিল না।
অবিলম্বে ওই কাজগুলিতে হাত দেওয়ার দাবীতে আগামী ১২ অক্টোবর রাজ্যপাল,মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীর নিকট দরবার করার জন্য কলকাতা অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে উনি জানান ।