হলদিয়া শিল্পাঞ্চল সফরে এলেন রাজ্যের বিধানসভা স্টাডিং কমিটির সদস্যবৃন্দ । রাজ্যের পরিবেশ বন ও পর্যটন বিভাগের বিধায়কেরা সোমবার হলদিয়া তিনদিনের সফরে এলেন।
সোমবার বেলা এগারোটা নাগাদ ৩০ জনের একটি দল হলদিয়া এক্সাইড মেটাল কারখানা পরিদর্শনে ঢোকেন।
ঘন্টাখানেক সেখানে থাকার পর হলদিয়া মিৎসুবিসি কারখানা পরিদর্শনে ঢোকেন মিৎসুবিশি থেকে বেরিয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট রামকি কারখানা পরিদর্শনে যান।
Author: ekhansangbad
Post Views: ১৩৬