ফার্মার প্রোডাক্ট অর্গানাইজেশনের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের একটি বেসরকারি সভাগৃহে । এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে দক্ষিণ চড়াইখিয়া ইউনাইটেড ক্লাব। এই শিবিরে উপস্থিত ছিলেন ব্যাংকের জেলা প্রবন্ধক পিংকু দাস, বেঙ্গল চেম্বার অব কমার্স এর ডিরেক্টর সোমা মিত্র মুখার্জি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজনাল শাখার পক্ষ থেকে চিপ জেনারেল ম্যানেজার প্রীতম মন্ডল, আধিকারিক সৌগত প্রধান, সঞ্জয় চক্রবর্তী, ইফকো কোম্পানির পক্ষ থেকে জেলা আধিকারিক মৃণাল বর্মন, আয়োজক সংস্থার পক্ষ থেকে বিজন পুষ্টি প্রমুখ।
সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শতাধিক এফপওর প্রতিনিধিবৃন্দ। এই শিবিরে কৃষিজাত উৎপাদনের জন্য আর্থিক সঙ্গতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কিভাবে ব্যাংক ঋণ দিতে পারি সে সম্পর্কে এফ পি ও র প্রতিনিধিদের সচেতন করা হয়। এছাড়া উৎপাদনজাত দ্রব্য কিভাবে বাজার জাত করা যায় সে ব্যাপারে বেঙ্গল চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এবং সম্মুখ ধারণা দেওয়া হয়।
সারাদিনের এই প্রশিক্ষণ শিবির সফল হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক সংস্থার পক্ষে পিপিও বিজন পুষ্টি।