Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সিনিয়র স্কুল নক আউট ফুটবল প্রতিযোগিতা।

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র স্কুল নক আউট ফুটবল প্রতিযোগিতা শুক্রবার শুরু হলো কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। মোট ৮ টি স্কুল এই খেলায় অংশগ্রহণ করেছে বটতলা আনন্দময়ী হাইস্কুল, নয়াপুট সুধীরকুমার হাইস্কুল, মাউন্ট লিটেরা জি স্কুল, কন্টাই হাইস্কুল, কন্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠ, ক্ষেত্রমোহন বিদ্যাভবন, বাহিরী বি বি হাইস্কুল ও কিশোরনগর শচিন্দ্র শিক্ষা সদন।

আজকের এই খেলার উদ্ধোধন করেন বটতলা আনন্দময়ী হাইস্কুলের প্রধান শিক্ষক হৃশিকেষ দাস । সংগে ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা, দুই সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা ও ইমরান আলি খাঁন।

আজকে প্রথম দিন যে দুটি দল অংশ নেয় বটতলা আনন্দময়ী হাইস্কুল ও নয়াপুট সুধীরকুমার হাইস্কুল। এই খেলায় আনন্দময়ী হাইস্কুল ২-০ গোলে জয় লাভ করে দুটি গোল করেন কল্যাণ দাস।মাঠে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য সঞ্জীত ভৌমিক, মলয় মাইতি এবং মহিলা সদস্যা রীতা ভুঞ্জা রায়।

সংস্থার সাধারণ সম্পাদক সুপ্রকাশ গিরি সবাই কে ধন্যবাদ জানিয়ে বলেন প্রতিটি স্কুলকে জার্সি ও টিফিন দেওয়া হচ্ছে। এবং চ্যাম্পিয়ন ও রানার্স দল কে নগদ ক্যাশ ও ট্রফি দেওয়া হবে। আগামী কালকের খেলা মাউন্ট লিটেরা জি স্কুল বনাম কন্টাই হাইস্কুল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read