Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অন লাইন লুডুর জেরে অবৈধ সম্পর্ক,শ্রীঘরে যুবক।

অনলাইনে লুডো খেলার নেশা সব কেড়ে নিলো এক যুবকের,এখন তার ঠাঁই শ্রীঘরে৷ মর্মান্তিক ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের৷ ধৃত যুবকের নাম স্বরূপ ঘান্টি৷

জানা গেছে মহিষাদলের মালুবসান গ্রামের বাসিন্দা বিবাহিত যুবক স্বরূপের লুডু খেলার খুব নেশা৷সেই নেশার কারনে কাজের ফাঁকে ফাঁকে অন লাইনে লুডু খেলতে গিয়ে আলাপ হয় পটাশপুরের অমর্ষির বাসিন্দা এক ডিভোর্সী মহিলার সাথে৷ সেই থেকে ঘনিষ্ঠতা, যা গড়িয়েছিল শারীরিক সম্পর্কেও৷আরো জানা গেছে গত তিন বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

ঘনিষ্টতার কারনে বিবাহিত যুবককে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল ডিভোর্সি প্রেমিকা ! বিবাহিত ওই যুবকের সংসারে অশান্তি তৈরি হয়। পটাশপুরের যুবতীকে বিয়ে করার পরিকল্পনার কারনে স্ত্রীর সঙ্গে আইনিভাবে সম্পর্ক ছিন্ন করে মহিষাদলের যুবক স্বরূপ। অভিযোগ এরপরে বারবার স্বরূপ বিয়ে করতে চাইলে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেন প্রেমিকা। এমনকি গোপনে ওই যুবতীর অন্যত্র বিয়ে হয়ে যায়। এই খবর শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত যুবক।


প্রতিশোধ নিতে যুবতীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয় ওই যুবক।এর পরেই সেই যুবতীর মা অভিযুক্ত যুবক স্বরূপের বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ দায়ের করে। তদন্ত নেমে বৃহস্পতিবার রাতে মহিষাদলের বাড়ি থেকে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় পুলিশের কাছে সমাজ মাধ্যমে ছবি ছড়ানোর কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। আজ ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read