পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মুসলিম গার্লস হাই স্কুলের সামনে ফাঁকা মাঠে বাগান সৃজনে বিভিন্ন পাতা বাহার, বিভিন্ন ফুল ও এরাইকা পাম গাছ লাগানো হয় অল ইন্ডিয়া ওয়েল ফেয়ার আ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
এই বনসৃজন প্রোগ্রামে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মনজুর রহমান খান, সম্পাদক নুর ইসলাম,সহ সভাপতি সেক সাবের,ড:সেক কাসেদ আলি,মিডিয়া সম্পাদক আব্দুল হাই ও নুর জামাল,সেক আব্দুল আলি, আইনজীবী রামকৃষ্ণ পন্ডা,অপূর্ব মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রানি পন্ডা সহ অন্যান্য শিক্ষিকাগণ সংস্থার এই উদ্যোগে ভীষন খুশী। প্রধান শিক্ষিকা তাদের বিদ্যালয়ে আগামী বুধবার শারদীয় উৎসব এবং বিশ্ব নবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে অল ইন্ডিয়া ওয়েল ফেয়ার আ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের আমন্ত্রণ জানান।
Author: ekhansangbad
Post Views: ২৬৪