পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সুরানানকার প্রাথমিক বিদ্যালয়ে মিডডেমিল নিয়ে দীর্ঘ বছর ধরে সমস্যা চলছে।অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঠিক মতো মিডডেমিলের খাওয়ার দেওয়া হচ্ছেনা । এমনকি এর প্রতিবাদ করায় ক্ষুদে ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরন করে রাঁধুনিরা বলে অভিযোগ অভিভাবকদের। সে কারনেই শনিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।
আন্দোলনকারীদের দাবি বারবার এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।
ছাত্রছাত্রীরা একটু বেশি খাওয়ার চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে রাঁধুনিরা। যার ফলে তিন চারদিন ধরে বন্ধ মিড ডে মিলের রান্না।
যদিও অভিভাবকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদূপ ভুটিয়া, তাকে ঘিরে গেট লাগিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। স্কুলের গেটের সামনেই অভিভাবকদের আশ্বাস দেন বিডিও, পাশেই রয়েছে সূরা মহামায়া বালিকা বিদ্যালয় , সেই স্কুলের রাঁধুনিরাই এবার থেকে পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের রান্না করবেন যতদিন না এর সমস্যার সমাধান হয়। তাঁর পরেই বিক্ষোভ ওঠে।