ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪-তম জন্মদিন পালন করল মেদিনীপুর সমন্বয় সংস্থা। বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুমুখী জীবন নিয়ে আলোচনা করেন লোকসংস্কৃতি গবেষক ড. মধুপ দে এবং বিদ্যাসাগরের জীবনীকার শিশির কুমার বাগ।
প্রতি বছরের মত এই বছরও ১২ আশ্বিন বিদ্যাসাগরের জন্ম দিনে বাংলার শিক্ষক দিবস উপলক্ষে জেলার ২২ জন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষিকাকে ‘বিদ্যাসাগর সম্মান-২৩’ প্রদান করা হয়।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন। সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠাতা-সম্পাদক অধ্যাপক প্রণবেশ জানা, সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার, সভাপতি অরূপরতন পট্টনায়ক, শিক্ষাবিদ মন্মথনাথ দাস প্রমুখ।