‘ স্বচ্ছতাই সেবা ‘ ।। আজ রবিবার ছুটির দিন । তথাপি , বিদ্যালয় ছুটি থাকা সত্বেও বিদ্যালয় ক্যাম্পাস কে পরিচ্ছন্ন রাখার এই কর্মসূচিতে হাত লাগালো আবাসিক ছাত্র ছাত্রীরা ।।
বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ছাত্রবাস ও ছাত্রীনিবাসের আবাসিকগন নিজেরা জন্জাল পরিস্কার করে ব্লিচিং পাউডার ছডিয়ে দিচ্ছে গোটা ক্যাম্পাস জুডে । শিশুদের কাছে বাড়ির পর প্রিয় আবাস্থল ও ভাল লাগার জায়গা হলো তাদের শিক্ষালয় ।
নয়াপুট হাইস্কুলের আবাসিকদের এই ‘ স্বচ্ছতাই সেবা ‘ অভিযানে তদারকি করেন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের সুপার দীপক মন্ডল , গীতা ঘোড়াই ও শুকদেব মন্ডল প্রমুখ । আবাসিক ছাত্রছাত্রীদের এই সচেতনতা মুলক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই ।
Author: ekhansangbad
Post Views: ১৫৫