Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহাত্মা গান্ধীর জন্মদিনে অঙ্কন প্রতিযোগিতা কাঁথিতে।

মহাত্মা গান্ধীর জন্মদিন উপোলক্ষ্যে শিশু কিশোর আকাদেমির আয়োজনে এবং কাঁথি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কাঁথি মহকুমা শাসকের করণের সভাকক্ষে আয়োজিত হলো ছবি আঁকা প্রতিযোগিতা।

কাঁথি মহকুমার ১৪৩ জন ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। উপস্থিত ছিলেন কাঁথি মহকুমার উপশাসক ও উপসমাহর্তা চিরঞ্জিত রায় ।


প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে পুরস্কৃত করা হয়।আয়োজকদের সুত্রে জানা গেছে

ক বিভাগে
প্রথম – দীপশঙ্কর পাল
দ্বিতীয় – অহনা জিৎ
তৃতীয় – সাগ্নিক জানা

খ বিভাগে
প্রথম – সুমন প্রধান
দ্বিতীয় – সুনিত সিনহা
তৃতীয় – সৌম্যদীপ বেরা

এছাড়াও সকল অংশগ্রহনকারীর হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read