Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি প্রাথমিক বিদ্যালয়ে বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো সপ্তম বর্ষ রক্তদান শিবির।শিবিরে ৪৩ জন মহিলা সহ মোট ১৩৬ জন রক্তদাতা রক্তদান করেন। এঁদের মধ্যে চল্লিশ জন মহিলা এবং পঁয়ত্রিশ জন পুরুষ এই প্রথমবার থক্তদান করলেন। জনশিবির ঘিরে স্থানীয় মহিলাদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের পত্রিকা সম্পাদক আশিষ কুমার খুঁটিয়া জানান,কিছু বছর আগে এই এলাকার একজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রক্তের সংকটে মারা গিয়েছিলেন। সেই সময় থেকে ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির করার উদ্যোগ গ্রহণ করা হয়। যাতে আর কেউ কোনদিন রক্তের । অভাবে না মারা যায় তার জন্য তাঁরা প্রতিবছর এই রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউৎ,পঞ্চায়েত সদস্য অপূর্ব দত্ত, বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের সভাপতি স্বপন কুমার পাল, সম্পাদক কৌশিক দে, পত্রিকা সম্পাদক আশিষ খুঁটিয়া, বিশিষ্ট সমাজসেবী,বিশ্বজিৎ পাল, ভাগবৎ মান্না,অধ্যাপক সৈকত আলি শা সহ অন্যান্য অতিথিরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read