ইন্দ্রজিৎ আইচ :- কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো 2023 এর শারদীয়ার সাত টি আধুনিক গান। এই গানগুলো প্রকাশ করেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক ও পণ্ডিত স্বপণ সেন। ছিলেন সুরকার গৌতম মজুমদার ও গীতিকার প্রশান্ত সাহা। অন্যান্য শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন রেশমী মুন্সী, দিশানী সরকার, সংযুক্তা দাস ও ঐকতান এর শিল্পীরা । শিল্পীদের গাওয়া সব কটি গান শুনতে ভালোই লাগে।
Author: ekhansangbad
Post Views: ২১৯