পুজো মরসুমের আগে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার পুলিশ। সোমবার এই থানা এলাকায় বিশেষ টীম অভিযান চলিয়ে কয়েক কুইন্টাল নিষিদ্ধ বাজি, বাজি প্রস্তুতির মসলা ও সরঞ্জাম বাজেয়াপ্ত করে অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করে।
নন্দীগ্রাম থানা সূত্রে জানা গেছে সুবদি এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ৯০ কেজি বাজি উদ্ধার করে একই সঙ্গে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি সোনাচূড়া সহ বিভিন্ন এলাকার অবৈধ বাজি তৈরি কারখানায় হানা দিয়ে কয়েক কুইন্টাল বাজি, বাজি তৈরির মসলা ও সরঞ্জাম আটক করা হয়। পুলিশ জানিয়েছে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। নন্দীগ্রাম থানার পুলিশ জানিয়েছে এইভাবে অভিযান চলবে। উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলায় এগরা খাদিকুল সহ একাধিক জায়গায় বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরেই জেলা পুলিশ প্রশাসন মোড়ে চড়ে বসে। পুজোর মরশুমে নিষিদ্ধ শব্দ বাজি যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করা হচ্ছে।