হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে বিজেপির উপ প্রধানের বাবাকে গ্রেপ্তার করলো পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন ব্লকের বিজেপি নেতা ও দুরমুট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু রানা। তার বাবা প্রকৃতি রানাকে গ্রেফতার করলো পুলিশ।
জানা গেছে গত ২০১৭ সালে শম্ভু রানার বাবা প্রকৃতি রানার বিরুদ্ধে অবৈধভাবে হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ দায়ের হয়।তাকে হাতেনাতে ধরে ফেলে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক। সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় মারিশদা থানা। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে সেই থেকে প্রকৃতি রানা আত্মগোপন করে ছিল। সোমবার গোপনে সুত্রে খবর পেয়ে মারিশদা থানার পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করে । মঙ্গলবার ধৃতকে তমলুক আদালতে তোলা হয়। প্রকৃতি রানা কাঁথি -৩ ব্লকের দূরমুট গ্রাম পঞ্চায়েতের দইসাই গ্রামের বাসিন্দা।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চলছে রাজনৈতিক উত্তেজনা। এলাকায় চলছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা।