Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সহ শিক্ষককে মারধর:অভিযুক্ত প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী।

ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এক শিক্ষকের।পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়া চক্রের ইটাবেড়িয়া খালসাইড প্রাথমিক স্কুলের সহ-শিক্ষক অনুপম জানা পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

গত ২৭ সেপ্টেম্বর ইটাবেড়িয়া খালসাইড প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বিভুতি রঞ্জন মাইতি ও তাঁর সহধর্মিণী শাশ্বতি মাইতি স্কুলের অফিসের মধ্যেই তাঁকে বেধড়ক মারধর করে।এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে দাবি অনুপমবাবুর।বিদ্যালয়ের মিড-ডে-মিল কেন স্কুলের প্রধান শিক্ষক তাঁর বাড়ির পোষা কুকুরকে খাওয়াবে জানতে চাওয়ায় এই হামলা বলে অভিযোগ অনুপম বাবুর। ইতিমধ্যেই আক্রান্ত প্রাথমিক স্কুলের শিক্ষক অনুপম জানা তাঁর স্কুলের প্রধান শিক্ষক বিভূতি রঞ্জন মাইতির বিরুদ্ধে স্কুলের অবর বিদ্যালয় পরিদর্শক ও ভগবানপুর ২ বিডিও’র কাছে লিখিত অভিযোগ করেছেন।

তাঁর দাবি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ জানালেও পুলিশ কপি নিয়ে রেখে দিয়েছে। অভিযোগকে এফ আইআর হিসেবে গণ্য করছে না বলে দাবি ওই শিক্ষকের।এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে পুলিশের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভূপতিনগর থানার পুলিশকে তীব্র আক্রমণ শানালেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তিনি জানিয়েছেন, থানা তৃণমূলের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আবার ওই স্কুলের প্রধান শিক্ষকও সক্রিয় তৃণমূল নেতা। বলেন পুলিশ যদি এফ আই আর না করেন, তাহলে আমরা জানি কিভাবে এফ আই আর করানো যায়, সেই ব্যবস্থা করবো।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read