পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় বন্দরে জাহাজের খোল থেকে আজ সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। সরকারি ভাবে মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ ।
তবে বেসরকারি সূত্রের জানা গেছে, মৃত ব্যক্তির নাম হুজাইফা হোসেন( ৩২)। বাড়ি ভগবানপুরের তেঁতুলিয়াচকে । তিনি দীর্ঘদিন হলদিয়াতে থাকতেন।
আরো জানা গেছে বন্দরে আসা জাহাজগুলিতে বিভিন্ন ধরনের সামগ্রী জাহাজের কর্মচারীদের জন্য পৌঁছে দিতেন।আজ সকালে
বন্দরের ৪/এ বার্থে আই এস পি এল জাহাজের খোলে দেহটি পাওয়া যায়।
কিন্তু জাহাজের খোলে উনি কি করে এলেন? কেনই বা জাহাজে উঠেছিলেন ? কোন কোম্পানির গেট পাশ নিয়ে ঢুকেছিলেন? কোম্পানির নাম কি? সে সব বিষয় নিয়ে অন্ধকারে রয়েছে বন্দর কর্তৃপক্ষ। তদন্তে নেমেছে হলদিয়া থানার পুলিশ । মৃত ব্যক্তি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী।