কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্ত মহকুমা সিনিয়র নক আউট স্কুল ফুটবল খেলায় আজ প্রথম সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হলো।
অংশ গ্রহণ করে ক্ষেত্রমোহন বিদ্যাভবন ও বটতলা আনন্দময়ী হাইস্কুল। এই খেলায় ক্ষেত্রমোহন বিদ্যাভবন ৪-০ গোলে জয়লাভ করে ফাইনাল খেলার ছাড়পত্র লাভ করে। ক্ষেত্রমোহন বিদ্যাভবনের হয়ে শুভ ঘোড়াই ১ টি, সুদীপ দাস ২ টি এবং সবুজ ঘোড়াই ১ টি করে গোল করেন। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন ক্ষেত্রমোহন বিদ্যাভবন এর শুভ ঘোড়াই এই পুরস্কার তুলে দেন গোলকচন্দ্র বিশ্বাস।
মাঠে উপস্থিত ছিলেন সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, কোষাধ্যক্ষ সুস্মিত মিশ্র, মলয় মাইতি, সঞ্জীত ভৌমিক, রীতা ভুঞ্জা রায়।
সবাইকে ধন্যবাদ জানান ক্রীড়া সংস্থার সহ সভাপতি তথা পুর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি, বিধায়ক উত্তম বারিক। সংস্থার ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা জানিয়েছেন আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল যে দুটি স্কুল খেলবে কাঁথি হাইস্কুল ও কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন।