Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৃহহীন মানুষদের আসন্ন শারদীয়া উৎসবের আগে বস্ত্র বিতরণ ।


প্রদীপ কুমার সিংহ :- আস্থা যাদবপুর নামের একটি বেসরকারি সংস্থার পরিচালনায় সেল্টার ফর আরবান হোমলেস তাদের কালীঘাট শাখাতে আসন্ন শারদীয়া পূজা উপলক্ষে কলকাতা শহরে গৃহ হীন মানুষদের নতুন অস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলকাতা পৌর সভার ৮ নম্বর বরো চেয়ারম্যান চৈতালী চ্যাটার্জি, কলকাতা পৌরসভার এম আই সি মিতালী ব্যানার্জী, এলকার পৌর পিতা তথা ৮৩ নাম্বার ওয়াডের পৌর পিতা প্রবীর মুখার্জী, এলাকার পার্থ প্রীতম সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



আয়োজক কাজল দাস বলেন এই আবাসিকে মোট ১৪০ জন ছোট ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষ সবাই থাকে। এরা আগে রাসবিহারী পাশে গরুর দুয়ার এলাকায় দিনরাত পড়ে থাকত। এদের দেখার কোন লোক ছিল না সেখান থেকে এই মানুষগুলোকে তুলে নিয়ে আসি সেল্টার ফর আরবান হোমলেসে ।কেউ বাড়ীর পরিচারিকার, কেউ জন মজুরির কাজ করে।যারা বয়স্ক আছে বা যারা উঠতে হাঁটতে পারে না তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে।এইদিন ১৪০ জন আবাসিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read