Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্লাবনের জল ভাসালো এলাকা,পাঁশকুড়ায় খুললো ত্রান শিবির।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর ১ গ্রামপঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন।গতকয়েকদিনের টানা বর্ষনে জেলার বিভিন্ন জায়গার মতো এখানেও রাস্তাঘাট,কৃষিজমি এখন জলে জলময়।বেশকিছু বাড়িঘরে জল প্রবেশকরায় বেশকিছু পরিবার আশ্রয় নিয়েছে স্কুলঘরে।

এরকমই ধুলিয়াপুর হাইস্কুল ও কেদারপুর শিশুশিক্ষা কেন্দ্র আশ্রয় নিয়েছে বেশ কিছু পরিবার।আজ বৃহস্পতিবার এইসমস্ত অসহায় পরিবারের হাতে ত্রানসাহায্য তুলে দেয় প্রতাপপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান তথা পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মুফলেশুর দত্ত।

এদিন তাঁর উদ্যোগেই এই ত্রানসাহায্য তুলে দেওয়া হয়।পাশাপাশি এদিন প্রতাপপুর ১ গ্রামপঞ্চায়েতে এলাকার বেশকিছু অসহায় পরিবারকেও ত্রিপল তুলে দেওয়া হয় গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে।তবে আজ বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে জলমগ্ন এলাকার গ্রামবাসীরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read