কাঁথি হাইস্কুলকে ২-০ গোলে পরাজিত করে ফাইন্যালে চলে গেল কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন।
কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্ত মহকুমা সিনিয়র স্কুল নক আউট ফুটবল প্রতিযোগিতা আজ দ্বিতীয় সেমিফাইন্যাল খেলায় মুখোমুখি লড়াই করে কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন এবং কাঁথি হাইস্কুল।
প্রথমার্ধে দুটি স্কুল তুল মুল্য লড়াই করে কিন্তু কোন পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে সেক রোহানের গোলে কিশোরনগর ১-০ গোলে এগিয়ে যায়। এরপর হাইস্কুল খেলায় সমতা ফেরানো জন্যে আপ্রাণ চেষ্টা করে কিন্তু শচীন্দ্র শিক্ষা সদনের রক্ষনভাগের খেলোয়াড়দের কাছে বারবার প্রতিহত হয়। একবারের শেষ লগ্নে কালিপদ মুর্মুর গোল করে হাইস্কুলের কফিনে শেষ পেরেক পুঁতে কিশোরনগর স্কুল কে ফাইন্যাল খেলার ছাড়পত্র এনে দেয়।
ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সেক রোহান। এই পুরস্কার তুলে দেন সংস্থার সাধারণ সম্পাদক সুপ্রকাশ গিরি। মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা, দুই সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, ইমরান আলি খাঁন,কোষাধ্যক্ষ সুস্মিত মিশ্র, কার্যকরী কমিটির সদস্য গোলকচন্দ্র বিশ্বাস, সঞ্জীত ভৌমিক, মলয় মাইতি, রীতা ভুঞ্যা রায়।
সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামীকাল শনিবার কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবন ও কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের মধ্যে ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হবে। এবং খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।