অভিষেকের ধর্ণায় এই রাজ্যে রাজনৈতিক জমি নড়বড়ে হয়ে গেছে বিজেপির,তাই শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই সিবিআই হানা।দাবি করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের তাল বাগিচা এলাকায় রবিবার মানস- গৌতম চৌবের স্মরণে এক দিবারাত্রী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে সিবিআই প্রসঙ্গে আজ এইভাবে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।
মন্ত্রী বলেন ভয় দেখিয়ে কোণঠাসা করার চেষ্টা চলছে। আমাদের বিরুদ্ধে ওদের বলার কিছু নেই। কোন লাভ হবে না। রাজভবনের সামনে ধর্না এবং প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম দেখে বিজেপি ভয় পেয়েছে। মানুষের টাকা না দিলে ওরা আরো বিপদে পড়বে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।
Author: ekhansangbad
Post Views: ১৭১