নব বির্বাচিত জেলা সভাধিপতিকে সংবর্ধনা দিল গ্রাম পঞ্চায়েত। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এদিন বিকেলে পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন জেলা সভাধিপতির হাতে মানপত্র ও স্মারক তুলে দেন পাঁচরোল গ্রাম পঞ্চায়েত প্রধান সংযুক্তা জানা। পাশাপাশি জেলা সভাধিপতিকে মিষ্টিমুখও করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, সহ সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি ও শান্তনু নায়ক, উপ প্রধান সুফিয়া বিবি, রবীন্দ্রনাথ দাস, অশোক দাস, চন্দন রায়, গৌতম পাত্র, রাধানাথ মিশ্র প্রমূখ।
Author: ekhansangbad
Post Views: ১৭৩