Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জমা জল দ্রুত বের করার দাবীতে জাতীয় সড়ক অবরোধের ডাক।

তমলুক মহকুমার একটি গুরুত্বপূর্ণ নিকাশী খাল হোল-সোয়াদিঘী খাল। ২২ কিমি দীর্ঘ এই খালটি কোলাঘাট ব্লকের নারায়ন পাকুড়িয়া থেকে বেরিয়ে ভোগপুর ও দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকা হয়ে শহীদ মাতঙ্গিনী ব্লকের সোয়াদিঘীতে পড়েছে। খালটি প্রায় শতাধিক মৌজার নিকাশী জল বহন করে রূপনারায়নে ফেলায়। খালটি যেখানে রূপনারায়নে পড়েছে, সেখানে নদীর ভেতরে বেআইনী মাছের ঝিল তৈরী হয়েছে। দীর্ঘদিন খালটি পূর্ণ সংস্কার না হওয়ায় সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষনে পাঁশকুড়া স্টেশন বাজার সহ কোলাঘাট ব্লকের দেড়িয়াচক,ভোগপুর,সাগরবাড় এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক-১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। ফলস্বরূপ এলাকার আমনধান-ফুল-পানবরোজ-সব্জী-মাছচাষ ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে ওই জমা জল দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে খালের নিম্নাংশে জলনিকাশীতে বাধাসৃষ্টিকারী আবর্জনা ও জঞ্জাল প্রভৃতি পরিষ্কার হলে জমা জল খানিকটা দ্রুত তার সাথে বেরুত। এ ব্যাপারে গত ৬ অক্টোবর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জেলা-মহকুমা ও সেচ দপ্তরের ডেপুটেশন দিয়ে জানানো হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ইরিগেশন এস ডি ও জানান, অর্থ সংকটের অজুহাতে তা করা যাচ্ছে না।
সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা বলেন,এমতাবস্থায় বাধ্য হয়ে আমরা আগামী ১২ অক্টোবর ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছি। এই মর্মে আজ প্রশাসন ও সেচ দপ্তরের সমস্ত আধিকারিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে।
এ বিষয়ে আজ বিকালে নোনাকুড়ি বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read