পূর্ব মেদিনীপুর জেলার খলিসাভাঙ্গা হাইস্কুলে ছাত্রীদের নিয়ে আন্তঃশ্রেণি খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল । খলিসাভাঙ্গা হাইস্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের আন্তঃশ্রেণি খো খো প্রতিযোগিতা হয়।
বিদ্যালয়ের খেলার মাঠের এক কোণে একটি বট বৃক্ষের চারাগাছ রোপণ করে এই প্রতিযোগিতার সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না।
প্রধান শিক্ষক বলেন, খো খো ভারতের একটি প্রাচীন ঐতিহ্যবাহী খেলা। খেলোয়াড়দের মানসিক শক্তি ও তীক্ষ্ণতা বিকাশে এই খেলার গুরুত্ব অপরিসীম। এই প্রতিযোগিতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বিভাগে চ্যাম্পিয়ন হয় ষষ্ঠ শ্রেণি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির বিভাগে চ্যাম্পিয়ন হয় একাদশ শ্রেণি। বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মী গণ খেলার মাঠে উপস্থিত ছিলেন।প্রতিযোগিতার খেলা গুলো পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সত্যজ্যোতি মিশ্র ও সৌমিত্র জানা।