Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এবারের দুর্গা পুজোয় “আমি ই দুর্গা ” নারী শক্তির জাগরণ।

ইন্দ্রজিৎ আইচ : সামনেই দুর্গা পুজো। সমাজে নারীরাই সকল শক্তির উৎস। তারাই আসল দুর্গা। তারাই পারেন অশুভ শক্তি কে বিনাশ করে শুভ শক্তির জাগরণ ঘটাতে। সেই আমি ই দুর্গা র প্রচারে এগিয়ে এলো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। এবারের সেই দুর্গার সাজে তাদের সামনে উপস্থিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা এবং ইস্টবেঙ্গল মহিলা জুনিয়র ফুটবল টিমের ৩৩ জন খেলোয়াড়। সল্টলেক যুব ভারতী স্টেডিয়ামের তিন নম্বর গেটে হয়ে গেলো তার প্রমোশন। এক সাংবাদিক সন্মেলনে ইমামী হেলদি অ্যান্ড টেস্টি র অল ইন্ডিয়ার মার্কেটিং জি এম কৌশিক রায় চৌধুরী
জানালেন প্রতি বছরের মতন এবার ও নারী শক্তি কে জাগ্রত করতে আমাদের এই প্রয়াস।

মহালয়া পর্যন্ত এই প্রচার চলবে। ইস্ট বেঙ্গল মহিলা টিমের ম্যানেজার ইন্দ্রানী সরকার জানালেন আমরা খুব খুশি যে আমাদের দলের ৩৩ জন খেলোয়াড় কে এই আমি ই দুর্গা র প্রয়াসে সামিল করার জন্যে। কারণ আজকের নারীরা কোনো কিছুতেই পিছপা নয়। সবেতে ই প্রথম। আমরাও পারি সাফল্যের সিড়ি ছুঁতে আমি ই দুর্গা সেটাই প্রমাণ করে। অভিনেত্রী তৃণা সাহা জানালেন আমি খুব আনন্দ পেয়েছি এই বছর আমায় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি র দুর্গা সাজতে। আমি মনে করি আমাদের সমাজে এক এক জন নারী এক এক জন দুর্গা। তারা সবেতেই এগিয়ে আছে সবার থেকে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read