কাঁথি- রসুলপুর রাজ্য সড়ক খানাখন্দে ভর্তি। যাতাযাতের একেবারে অযোগ্য। এই কাঁথি রসুলপুর রাস্তায় যাতায়াতের সময় বুধবার উল্টে গেল যাত্রীবাহী অটো। অল্পের জন্য প্রাণে বাঁচলো অটো যাত্রীদের।
এর জেরে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা কাঁথি- রসুলপুর রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় বাসিন্দাদের অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। ঘটনার খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। কাঁথি থানার পুলিশের উপস্থিতিতে যানজট স্বাভাবিক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , বুধবার সকাল দশটা নাগাদ কাঁথি থেকে একটি যাত্রীবাহী রসুলপুর উদ্দেশ্যে রওনা দেয়। কাঁথির অযোধ্যাপুর স্ট্যাণ্ডে কাছে এলে পথচারী এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবাহী অটো। তারপরেই অটো ফেলে পালিয়ে যায় চালক।
Author: ekhansangbad
Post Views: ১৫০