পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট কে.টি.পি.পি প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা ছড়ালো স্কুলের প্রধান শিক্ষক বদলির জেরে।পুরানো প্রধান শিক্ষকে ফেরানোর দাবি তোলার পাশাপাশি নতুন দ্বায়িত্বপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক স্কুলকে টেনে হিজড়ে হেনস্তা করার অভিযোগ উঠলো অভিভাবকদের বিরুদ্ধে।
গতকাল পূর্ব মেদিনীপুর জেলার বহু প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের নিয়োগ পত্র দেওয়া হয়।একই ভাবে কোলাঘাটের কেটিপিপি প্রাথমিক বিদ্যালয়ের জন্যে নতুন প্রধান শিক্ষক নিয়োগ করা হয়।যদিও সেনিয়োগে সন্তুষ্ট নয় স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবকেরা,তাদের দাবি অস্থায়ী প্রধান শিক্ষককে পুনরায় প্রধান শিক্ষক করতে হবে।
কোলাঘাট কেটিপিপি প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী প্রধান শিক্ষক অমলেশ আদককে গোপালগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে।
অপরদিকে কোলাঘাট কে. টি পি.পি প্রাথমিক বিদ্যালয়ের স্বশিক্ষক সৌরভ সাহু কে এই স্কুলে প্রধান শিক্ষক করা হয়েছে। আর তাতেই বাঁধে ক্ষোভ।
অভিভাবকদের দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলের আদক ভালো পড়াশোনা করায়।ভালো ভাবে বিদ্যালয় পরিচালনা করছেন।তাঁরা বলেন সব জেনেও কেন সৌরভ সাউকে প্রধান শিক্ষক হিসেবে পাঠালো আমরা জানিনা। আমরা যখন স্কুলের গেটে আসি তখন দেখলাম পিছন দরজা দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছেন, আমরা ধরে নিয়ে এসেছি সৌরভ স্যারকে। আমরা চাই সৌরভ স্যার নয় পুনরায় প্রধান শিক্ষক হিসেবে অমলেশ আদককেই দেখতে চাই।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা চরমে