Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশকে হুশিয়ারি:মিথ্যা মামলায় কর্মীদের হেনস্থা করলে আন্দোলনের হুশিয়ারি শুভেন্দুর।

পুলিশকে তার দ্বায়িত্ব বোঝালেন সেই সাথে দিলেন কড়া হুশিয়ারিও ।এর পরেও পুলিশ সোজা না হলে খেজুরীকেও নন্দীগ্রামের মত দিন দেখতে হবে বলে স্পষ্ট জানিউএ দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ সঠিক ভূমিকা পালন না করলে আগামী দিনে খেজুরীকেও নন্দীগ্রামের মত দিন দেখতে হবে বলে পুলিশকে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে থানায় ঢুকে হুশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

শাসক দলের নির্দেশে খেজুরির পুলিশ বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাছে ও মিথ্যা মামলায় ফাঁসাছে বলে অভিযোগ প্রধান বিরোধী দলের। এর প্রতিবাদে খেজুরির বিদ্যাপীঠ থেকে জনকা পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকেরা প্রতিবাদ মিছিল করলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে।


এই কর্মসূচীতে যোগ দিয়ে খেজুরি থানায় ঢোকেন শুভেন্দু অধিকারী ।তাঁর সাথে ছিলেন এলাকার বিধায়ক শান্তনু প্রামানিক ও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক অরূপ দাস।থানায় রীতিমত পুলিশকে ধমক দিলেন শুভেন্দু। অভিযোগ করেন তৃনমূলের নির্দেশে পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হেনস্থা করছে,অত্যাচার করছে।শুভেন্দু বলেন খেজুরির ওসি এই ধরনের আচরন বন্ধ না করলে তাঁর অবস্থা রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার মত হবে।বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে এই অফিসারদেরকে বর্তমান কৃতকর্মের ফল ভোগ করতে হবে বলেও হুশিয়ারি দিলেন শুভেন্দু।

খেজুরী ২ ব্লক তৃনমূল সভাপতি শ্যামল মিশ্রের অভিযোগ বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরী করছে।শাসক দলের নেতা-কর্মী-সমর্থকদের উপরে হামলা চালাছে।পুলিশ অভিযোগ পেয়ে আইন অনুযায়ী ব্যাবস্থা নিতে শুরু করতেই বিজেপির বিধায়ক-রাজ্য বিধানসভার বিরোধী দলনেতারা পুলিশের উপরে চাপ তৈরী করতে এই ধরনের কান্ড ঘটাচ্ছে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read