Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাবিদারহীন শবদেহের দাহোত্তর আত্মার শান্তি কামনায় তর্পণ।

ইন্দ্রজিৎ আইচ :- মহালয়ার পবিত্র তিথিতে কোলকাতার নিমতলা শ্মশান সংলগ্ন শ্রী শ্রী ভূতনাথ মন্দির প্রাঙ্গণে দরিদ্র, নির্ব্বান্ধব, নিরাশ্রয়, নিরাত্মীয় দাবীদারহীন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিদেহী আত্মার শান্তি কামনায় যথাবিহিত শাস্ত্রানুযায়ী ‘পিতৃতর্পণ’ করল ‘হিন্দু সৎকার সমিতি’।
প্রসঙ্গত বলে রাখা ভালো, কোলকাতার বুকে ‘হিন্দু সৎকার সমিতি’-ই একমাত্র প্রতিষ্ঠান যারা বেওয়ারিশ শবদেহ আইন সম্মত ভাবে সৎকার করার অধিকার অর্জন করেছে।
আজ ‘তর্পণ’ অনুষ্ঠানকে উপলক্ষ্য করে হিন্দু সৎকার সমিতির সাধারণ সম্পাদক সন্দীপ মুখার্জি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অন্যান্য বছরের মতো এই বছরেও শ্রী শ্রী ভূতনাথ মন্দির প্রাঙ্গণে দাবিদারহীন শবদেহের আত্মার শান্তি কামনায় ‘পিতৃতর্পণ’ করল “হিন্দু সৎকার সমিতি।”


অপরদিকে ‘হিন্দু সৎকার সমিতি’-র অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায় বলেছেন, “১৯৩২ সাল থেকেই জনহিতার্থে কাজ করে আসছে হিন্দু সৎকার সমিতি। কোরোনা মহামারির সময় ১৪০০ কোরোনা আক্রান্ত শবদেহ সহ অগণিত দাবিদারহীন শবদেহের সৎকার করেছিল ‘হিন্দু সৎকার সমিতি’, সেই সকল সাধারণ এবং দাবিদারহীন বিদেহী আত্মার উদ্দেশ্যে মহালয়ার পবিত্র তিথিতে জলদান বিধিসম্মত তর্পণ করল ‘হিন্দু সৎকার সমিতি’।”

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read