প্রদীপ কুমার সিংহ :- সোনারপুরে ডাকাতির ঘটনা কিনারা এখনই হয়নি তার মধ্যেই দোকানে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গঙ্গাজোয়ারায় ব্রিজের কাছে। ঘটনায় আহত স্বামী ও স্ত্রী। দুজনকেই উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
গঙ্গাজোয়ারা ব্রীজের কাছে পরোটার দোকান সুজয় মন্ডল ও টুকটুকি মন্ডলের। প্রতিদিন তারা ভোর রাতে দোকান খোলেন। এদিনও ভোরে খাবার তৈরির জন্য চলে আসেন দুজনেই। ঘুগনির আলু বাড়ি থেকে কেটে নিয়ে এসে গামলায় করে দোকানের একটা জায়গায় রেখেছে হঠাৎ সেই সময় বোমা বিস্ফোরণ হয়। তবে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে বোমা আগে থেকে দোকানে ছিল নাকি আক্রান্তদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে সেটা সম্বন্ধে সন্দেহ আছে।। এলাকার বাসিন্দাদের বক্তব্য আক্রান্তরা ভোর ভোর এলাকায় দোকান খুলত, সেই কারণে চুরি, ছিনতাই এর ক্ষেত্রে সমস্যায় পড়তে হত দুষ্কৃতিদের। তাই এই হামলা বলে জানিয়েছেন দুষ্কৃতিরা। এলাকার মানুষরা আতঙ্কে আছে এই ঘটনা পর। এই বোমা বিস্ফোরণে তীব্রতা এতটাই ছিল দোকানের মালিক সুজয় মন্ডল প্রায় কুড়ি ফুট দূরে গিয়ে ছিটকে পরে এবং ওই পরোটা দোকানের টিন, সেখানে ছিটকে পড়ে। দুজনে জুতো কিন্তু সেই দোকানেই পড়েছিল।
পাশে দোকানের এক ব্যবসায়ী জানাচ্ছে পরোটা দোকানে মালিকের বাড়ি খুব কাছেই তাই বাড়ি থেকে ঘুগনি আলুও বা মসলা তৈরি করে আনত ।প্রতিদিন ভোরবেলা করে এসেই সুজয় মণ্ডল ও টুকটুকি মন্ডল দোকান খুলে তাদের খাদ্য তৈরি করত।
আজকে এই ঘটনায় তার দোকানের শোকেসে কাজ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার মানুষ জানাচ্ছে কাছেই একটা স্বর্ণ ব্যবসায়ী দোকান আছে সেই দোকান থেকে চোরেরা চুরি করতে আসে বেশ কিছুদিন আগে কিন্তু ভোরের বেলায় সুজয় মণ্ডল ও তার স্ত্রী। টুকটুকি মন্ডল দোকানে এসে যাওয়ায় এই দোকানে আর চুরি করতে পারিনি।