Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুসংস্কার মুক্ত সমাজ গড়তে ভগবানপুরের বিজ্ঞান প্রর্দশনী ও প্রতিযোগিতা।

কুসংস্কার রুখে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করতে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের ভিমেশ্বরী উচ্চ শিক্ষায়তনে বিজ্ঞান প্রর্দশনী ও প্রতিযোগীতার আয়োজন করা হয়। আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে পড়ুয়াদের বিজ্ঞানমনস্কতা ছিল চোখে পড়ার মতো। নিজেদের হাতে তৈরি সেই সব মডেল কী ভাবে মানুষের কাজে আসতে পারে, আগত দর্শকদের কাছে তার খুঁটিনাটি ব্যাখ্যা তুলে ধরে স্কুল। নিজেদের হাতে তৈরি সেই সব মডেল কী ভাবে মানুষের কাজে আসতে পারে, আগত দর্শকদের কাছে তার খুঁটিনাটি ব্যাখ্যা তুলে ধরে পড়ুয়ারা। এই প্রর্দশনীর উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি অমলকুমার শেঠ।

দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা মূলত অংশ নেয়। দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। দশম শ্রেণির বিভাগে ১৫ টি মডেল প্রর্দশিত হয়। একাদশ – দ্বাদশ শ্রেণির বিভাগে ৩৪ টি মডেল ছিল। প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্হানাধিকারীকে পুরস্কৃত করা হয়।

অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাওয়া, ল্যান্ডার বিক্রম, আদিত্য এল ১, অটোমেটিক টুলুপাম্ম সিস্টেম, মডার্ন সিটি হরেক মডেল নিয়ে হাজির হল স্কুল পড়ুয়ারা। জীববিদ্যা, পদার্থবিদ্যা, গণিত-সহ বিজ্ঞানের সব ক্ষেত্রে উৎসাহ বাড়ানোর জন্য হাতে-কলমে শিক্ষার ব্যবস্থা করলো ভগবানপুরের ভিমেশ্বরী উচ্চ শিক্ষায়তন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read