সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েত সদস্য, গ্রামীণ সম্পদ কর্মী ও স্বাস্থ্য কর্মী এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির হয়।
এদিন পাঁচরোল গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে কসবাগোলা বাস স্ট্যান্ড পর্যন্ত সচেতনতামূলক এই র্যালি হয়। রাস্তার দু’ধারে জমে থাকা আবর্জনা তুলে অন্যত্র ফেলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে অংশ নেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান সংযুক্তা জানা, জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি, ব্লকের কর্মাধ্যক্ষ আব্দুল গফফার কাজি, পঞ্চায়েত সদস্য গৌতম পাত্র, উপ-প্রধান সুফিয়া বিবি, পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ দাস, চন্দন রায়, দেবব্রত জানা, শঙ্কর মিশ্র প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ১৪৪