Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অধিবাসীবৃন্দের দুর্গোৎসব এর সূচনা।

ইন্দ্রজিৎ আইচ :- জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা-র হাত ধরে উত্তর কোলকাতার আমহার্স্ট স্ট্রীট ডাকঘর সংলগ্ন নরেন সেন স্কোয়ার, নরসিংহ লেন, রাজা লেন, সীতারাম ঘোষ স্ট্রীট অধিবাসীবৃন্দের দুর্গোৎসবের সূচনা হল।
উদ্বোধনী অনুষ্ঠানে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা ও কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, ফুটবলার হুসেন মুস্তাফি, আরাবুল, পেইন্টার দিবাকর চক্রবর্তী, সরকারী আধিকারিক নাসকিন বস্ক সহ হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।


পুজো আয়োজকদের তরফে রাজু দাস জানিয়েছেন, “অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয় এবং শান্তি, সৌহার্দ্য সহ এলাকার অধিবাসীদের মঙ্গল কামনায় বিগত বছরগুলোর মতো এই বছরেও দুর্গোৎসবের আয়োজন করেছেন এলাকার নাগরিকগণ।”
বলে রাখা ভালো, ২০০২ সালে এলাকার কিছু ধর্মপ্রাণ ব্যক্তির উৎসাহে শুরু হয় এখানকার দুর্গোৎসব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read