অবহেলিত মেহনতি মানুষের দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানো,যেকোন অন্যায়ের প্রতিবাদী চরিত্র বলতে কাঁথির মানুষ একডাকে চেনে নিখিলেশ নন্দকে। এবার কাঁথির সেই মহান সন্তানের নামাঙ্কিত স্মৃতি কক্ষের উদ্বোধন হলো। সোমবার রাত্রে প্রয়াত নিখিলেশ নন্দ এর প্রতিষ্ঠিত কাঁথি শহরে রাজদূত ব্যায়ামাগারে উদ্বোধন হলো নিখিলেশ নন্দ স্মৃতি কক্ষ এর। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করে ফিতা কেটে স্মৃতি কক্ষের উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পরিষদের সভাপতি জ্যোতির্ময় কর। পাশাপাশি এদিন দুস্থদের পুজোর উপহারস্বরূপ নতুন শাড়ি তুলে দেওয়া হয় তাদের হাতে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ।
নিজের ভাষনে কারামন্ত্রী অখিল গিরি বলেন কাঁথি শহরে প্রতিবাদী চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন নিখিলেশ দা। তার প্রতিষ্ঠানকে ধরে রাখা চেষ্টা করে যাচ্ছে তার কন্যা রাজনন্দিনী নন্দ মিশ্র এবং জামাতা সুস্মিত মিশ্র এটি খুব প্রশংসনীয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী,কাঁথি মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সতীনাথ দাস অধিকারী, ক্লাবের সভাপতি ডা: শ্রীমন্ত বানিয়া, বিশিষ্ট আইনজীবী মনজুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজন।
সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবি পরিচালনা করেন রাজদূত ব্যায়ামাগারের সহ সভাপতি রামকৃষ্ণ পন্ডা। সম্পাদিকা ঘোষণা করেন চলতি মাসের মধ্যেই এই গৃহের পাশে সুসজ্জিত জিমের উদ্বোধন হবে। পাশাপাশি যোগ ব্যায়ামও থাকবে। ইতিমধ্যে সুলভ মূল্যে রূপসজ্জার জন্য বিউটি পার্লার খোলা হয়েছে। সামনেই শ্যামা পূজা তাতেই বেশ কিছু দুষ্ট মানুষকে বস্ত্র দান করা হবে। এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডের পাশে থাকার আশ্বাস দেন কারা মন্ত্রী অখিল গিরি এবং প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর।