পুজার আর মাত্র কয়েকটা দিন বাকী কিন্তু বহু পরিবার আর্থিক দুরাবস্থার কারনে এখনো তাদের সন্তানদের নতুন জামা কাপড় এনে দিতে পারেনি।
পূর্ব মেদিনীপুর জেলার এগরার স্বেচ্ছাসেবী সংগঠন উই কেয়ার এবার সেইব পরিবার গুলোর পাশে দাঁড়ালো ।এই স্বেচ্ছাসেবী সংগঠন শারদীয়ার প্রাক্কালে ৭০০ জনের হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক ।
মোট চারটি পর্যায়ে অখন্ড মেদিনীপুর জেলা অর্থাৎ ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুররে ৬০০ জন শিশু ও ১০০ জন দুস্থ ব্যক্তির হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
প্রথম পর্বে ঝাড়গ্রাম এর লালগড়, দ্বিতীয় পর্বে পূর্ব মেদুনীপুরের পটাশপুর ও আজ তৃতীয় ও চতুর্থ পর্বে যথাক্রমে প্রথমে পশ্চিম্মেদিনীপুরের বেলদা থানার কুটকি ও জেনকাপুর এলাকার কুরুল আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
গত কয়েক দিন আগে সংস্থার সহ সম্পাদক সৌরভ জানা প্রয়াত হন আজ তার স্মৃতি উদ্বেশে শোক সভা ও নিরবতা পালন করে সংস্থার সদস্যরা তার পর শুরু হয় বস্ত্র বিতরণ। এছাড়া যারা নতুন পোশাক পাবে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য সকালে টিফিন ও দুপুরে আহারের ব্যবস্থা ছিল।
সংস্থার সম্পাদীকা প্রিয়াঙ্কা মিশ্র গিরি জানান কয়েক দিন আগে সহ-সম্পাদক সৌরভ জানা প্রয়াত হয়েছে তাই আমরা খুবই মর্মাহত তার আত্মার শান্তি কামনায় এই বস্ত্র বিতরণ করলাম এছাড়া কয়েক দিন ধরে এই কর্মসূচি হয়ে আসছে আগামী পরশু ও আরো কিছু পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে ও পুজোর কটাদিন মন্ডপে মন্ডপে ঘুরে ঘুরে দুস্থ ব্যক্তিদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হবে।