মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। এগরা পুরসভার সার্বিক উন্নয়নের দাবী, রাস্তা ঘাট সারাই ও জলনিকাশি-সহ একাধিক দাবীতে এগরা পুরসভার পুরপ্রধানের কাছে এক গণ ডেপুটেশন দিলো বিজেপি।
এদিন বিজেপির এগরা নগর মন্ডলের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল হটনাগর মন্দির থেকে শুরু হয়ে পুরো এগরা শহর পরিক্রমা করে এগরা পুরসভার কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলের শেষে এগরা নগর মন্ডলের সভাপতি চন্দন মাইতির নেতৃত্বে পুরপ্রধান স্বপন কুমার নায়কের কাছে একাধিক দাবীতে ডেপুটেশন দেওয়া হয়। তবে বিজেপির সমস্ত দাবিদাওয়া খতিয়ে দেখে পুজোর পরে প্রয়োজনীয় কাজের আশ্বাস দেন পুরপ্রধান স্বপন কুমার নায়ক।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা পুরসভার বিরোধী দলনেতা অম্বিকেশ দাস, বিজেপি কাউন্সিলর দেবব্রত করণ, পিঙ্কি সাঁতরা, সাংসদ প্রতিনিধি সুকুমার রায় প্রমুখ।