হোটেল কর্মীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দিঘাতে। বুধবার সকালে কে বা কারা দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে এক ব্যক্তিকে নিয়ে এসে ফেলে পালিয়ে যায় । চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে অনেক আগেই। পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তিকে দীঘা মোহনার ওয়েলকাম হোটেল এর বাথরুম থেকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে এসে মৃত্যু হয়েছে বলে ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দীঘা মোহনা থানার পুলিশ। স্থানীয় মানুষজনের অনুমান ওই ব্যক্তি হোটেল কর্মী এবং তাকে খুন করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করতে পারেনি। তার আনুমানিক বয়স ৫০ বলে জানা গেছে। পুলিশ দীঘা হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে দীঘা মোহনা থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে পর্যটন শহর জুড়ে পর্যটকদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অসমর্থিত সূত্রে জানা গেছে ওই ব্যক্তি নাম শম্ভু রামনগর -২ব্লকের বালিসাইর বাসিন্দা। তবে পুলিশ কোন কিছুর বিষয়ে নিশ্চিত নয়। স্থানীয় সূত্রে জানা গেছে হোটেল কর্মীদের মধ্যে টাকা পয়সা নিয়ে নাকি মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় বেধড়ক মারের চোটে মৃত্যু হয়েছে ওই কর্মীর। এই বিষয়গুলি পুলিশ নিশ্চি৭ত ভাবে বলতে পারেনি। এই মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেছে এলাকায়। এলাকাজুড়ে শুরু হয়েছে জল্পনা।