Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূজার মুখে প্রকাশিত হলো আশিস সরকারের নতুন গান।

অবিভক্ত মেদিনীপুর জেলার একজন স্বনামধন্য বর্ষীয়ান সঙ্গীত শিল্পী হলেন আশিস সরকার। গেয়েছেন এবং সুর দিয়েছেন অসংখ্য গানে।পূজার আগে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর আরও একটি নতুন বাংলা আধুনিক গান প্রকাশ পেল। গানটি লিখেছেন বিশিষ্ট কবি অনিন্দিতা সেন। গানের কথায় অনবদ্য সুর বসিয়েছেন শিল্পী নিজেই। গানের কথা এবং সুরের মেল বন্ধনে এক আলাদা অনুভূতি তৈরী হয়েছে। এই গান হারিয়ে যাওয়ার গান নয়, এ গান ভুলে যাওয়ার গান নয়, এ গান বহুদিন বেঁচে থাকার ইঙ্গিত বহন করছে। গানটিতে যন্ত্রানুষঙ্গ আয়োজনেও বিশেষ মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী কিংশুক রায়।

লেখা ,সুর গায়কী এবং যন্ত্রের ব্যবহারের সংমিশ্রণে সৃষ্টি “একটি আকাশ,একটি পাখি” শিরোনামের গান টি শিল্পীর আগের বহু ভালো গানের সংগে সংযোজিত হবে বলেই মনে করছেন শ্রোতারা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read