শুক্রবার দুপুর দেড়টার সময় সময় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -১ নম্বর ব্লকের, তালগাছাড়ি-২ অঞ্চলের বোধরায় জাগরণী ঐক্যতান সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত দান মহান দান এক ফোটা রক্ত বাঁচায় প্রাণ, একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়।
যেসব রোগীর নিয়মিত বা প্রায় প্রতিদিন রক্তের প্রয়োজন হয়, তাঁদের রক্ত সংকট এখনো আছে যেমন, থ্যালেসেমিয়া রোগী৷ আবার সড়ক দুর্ঘটনাসহ নানা দুর্ঘটনার শিকার যাঁরা হন, তাঁদের তাৎক্ষণিকভাবে রক্তের প্রয়োজন হয়। সবাইকে সম্বর্ধনা জানানোর পর রক্তদান প্রক্রিয়া শুরু হদলো। রক্তদান শিবিরে মহিলা রক্তদাতা সহ ১০০ জনের অধিক রক্তদাতা রক্ত দান করেন। শিশিরের শুভ সূচনা করেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন রামনগর-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিশ্বজিৎ জানা সহ সংঘের সদস্য বৃন্দ, এই সংঘ রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।