পটাশপুর বিধানসভার ১নং ব্লকের অন্তর্গত আয়মাবড়বড়্যা ত্রিনয়ণী সংঘের পরিচালনায় মহা নবরাত্রির আজ মহাসপ্তমীর পুণ্যতিথিতে সর্বজনীন শ্রী শ্রী দূর্গোৎসব শুভানুষ্ঠানে বিশেষ অতিথি রূপে আসন অলংকৃত করলেন পূর্ব মেদিনীপুর জেলার একছত্রাধিপতি, বেতাজ বাদশা তথা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক ।
উপস্থিত রয়েছেন পটাশপুর ১নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পিযূষকান্তি পন্ডা , পটাশপুর ১নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক , বিশিষ্ট সমাজসেবী হরিপদ দাস মহাপাত্র ও অন্যান্য অতিথিবৃন্দ।।
Author: ekhansangbad
Post Views: ১৬৭