কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নব পত্রিকার স্নান কোলাঘাটের রূপনারায়ণ নদীতে হল।কোলাঘাট এলাকার বিভিন্ন সংস্থা ও পরিবারের নব পত্রিকার স্নান এই রূপনারায়ণ ঘাটে হয়।
সমস্ত রকম অঘটনকে এড়াতে ঘাটে ওরা নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মহাসমারেহে নব পত্রিকার স্নান হয়।
Author: ekhansangbad
Post Views: ১৪৭