রেলগেট ভেঙ্গে যান চলাচলে বিপত্তি ঘটলো তমলুকের ধারিন্দাতে।সূত্রের খবর শনিবার সকালে মেচেদা বলাইপণ্ডা বাস রেলগেট দিয়ে পারাপার হওয়ার সময় রেলগেট নামানো হচ্ছিল। সেই সময় বাসের ছাদে লেগে রেলগেট ভেঙে যায়। যার ফলে যান চলাচল ব্যাহত হয়। যানজট ব্যাপক আকার ধারণ করে।
অস্থায়ী রেলগেট করে ট্রেন চলাচল করানো হলেও বাস চলাচল ব্যাহত হয়। পরে রেল বিভাগের হস্তক্ষেপে রেলগেট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অসুবিধার সম্মুখীন হয় নিত্যযাত্রী থেকে সকলেই।
Author: ekhansangbad
Post Views: ১৭৫