মহাসপ্তমীর পুণ্য লগ্নে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন ব্লকের ভালো চাওলি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ বাজার কমিটির আয়োজিত সার্বজনীন দুর্গোৎসবে উপস্থিত হলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি।
উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দদুলাল মাইতি, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ সাবিত্রী মন্ডল, পঞ্চায়েত সদস্য সুমিত্রা রানী প্রধান,পঞ্চায়েত সমিতির সংস্থা অপরিচিতা মাইতি,শ্রীকান্ত কর প্রমূখ। এই অনুষ্ঠানে কারামন্ত্রী তার বক্তব্য বলেন সম্প্রীতি ও শান্তি বজায় রেখে সরকারি নিয়ম মেনে উৎসব করুন। উৎসব যাতে অন্য কাউকে আঘাত না করে এদিকে লক্ষ্য রাখুন। তিনি মঙ্গল মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেন।
Author: ekhansangbad
Post Views: ১৫৪