পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ব্লকের টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের দ্বাদশ বর্ষের সার্বজনীন দুর্গোৎসব মেলা প্রাঙ্গণে কবি সন্ধ্যা পাহাড়ী স্মৃতি সাংস্কৃতিক মঞ্চে কবির বর্ণময় কর্মজীবনের স্মৃতি চারণার পাশাপাশি এলাকার সাংবাদিকদের সম্বর্ধনা জ্ঞাপন হয় শনিবার। উৎসব কমিটির সম্পাদক তথা সঞ্চালক পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায় স্বাগত ভাষণে বলেন উৎসবের দিন সহ সারা বৎসর ক্লাবের সমস্ত কর্মসূচিতে পাশে থেকে সমালোচনা করে সঠিক পথে পরিচালিত করে সহযোগিতার জন্য এলাকার ১৮ সাংবাদিক বন্ধুদের সম্বর্ধনার আয়োজনের সিদ্বান্তের নেয় সংস্থা।
এলাকার বর্ষীয়ান সাংবাদিক তথা দৈনিক আবেশভূমি পত্রিকার সম্পাদক গৌরীশংকর মহাপাত্রকে ও গণশক্তি পত্রিকার সাংবাদিক কবি কিশোর নাগকে উত্তরীয়, ফুলের টব সহ শারদ সম্মানের স্মারক তুলে দিয়ে এই কর্মসূচির সূচনা করেন বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান তথা কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি। ছিলেন জেলা পরিষদ সদস্য আনোয়ার উদ্দিন। সভায় বক্তব্য রাখেন নাট্যকার দীপক কুমার নন্দী ও পটাশপুর বার্তার সম্পাদক সুমথ দাস সহ শ্রীরামপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ডা: দিলীপ রায়, পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সদস্য ক্লাব সভাপতি সত্যেশ্বর নন্দী, কবি সুরকার বিনোদ বিহারী জানা, খাড় হাইস্কুলের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা, কবির কন্যা সুতপা পাহাড়ী ও পুত্রপ্রাক্তন শিক্ষক তপন পাহাড়ী, চিত্রকর শিবপ্রসাদ মিশ্র, প্রাবন্ধিক দেবাশীষ গীর গোস্বামী প্রমূখ। নিউজ টাইমস এর সঞ্জীব আচার্য, দৈনিক আবেশভূমি অলকেশ মাইতি, স্টার নিউজের গৌতম পাত্র,২৪ আওয়ার টিভির রাজকুমার ভূঁই প্রমুখ সাংবাদিকদের সম্বর্ধিত করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় উৎপল বিকাশ দাস। সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেলা সাংস্কৃতিক সম্পাদক মলয় রায়।